E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটের ঘোড়াদীঘিতে ১৪ মণ মাছের পোনা অবমুক্ত করলো বিএনপি

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৯:২৩:২৭
বাগেরহাটের ঘোড়াদীঘিতে ১৪ মণ মাছের পোনা অবমুক্ত করলো বিএনপি

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে সপ্তাহব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে বিশ্ব ঐতিহ্য এলাকা ষাটগম্বুজের ঘোড়াদীঘিতে মাছের পোনা অবমুক্ত করেছে।

আজ মঙ্গলবার সকালে ঐতিহাসিক ঘোড়াদীঘিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি এম এ সালাম ১৪ মন মাছের পোনা অবমুক্ত করেন।

মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে এসময়ে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শমশের আলী মোহন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, বিএনপি নেতা শেখ মাহাবুবুর রহমান টুটুল, আবুল কালাম আজাদ বুলু, জেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ক্ষুধা, দারিদ্র ও বেকার মুক্ত বাংলাদেশ গড়তে কৃষি ও মৎস্য চাষের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শহীদ জিয়ার সেই আদর্শকে ধারণ করে বিশ^ঐতিহ্য এলাকা ষাটগম্বুজের ঘোড়াদীঘিতে মাছের পোনা অবমুক্ত করলাম।

(এস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test