E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে মৎস্য শিকারের সময় আট জেলে আটক

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৯:২৬:১৪
পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে মৎস্য শিকারের সময় আট জেলে আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় মৎস্য শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। সোমবার রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

আটক বনজীবীরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের বিশে গাজীর ছেলে আব্দুর সবুর(৩৬), জহুর আলী গাজীর ছেলে আব্দুল আলিম (৪৫), জয়নাল গাজীর ছেলে বুলবুল গাজী (৩৪), শওকত গাজীর ছেলে মতিউর রহমান (২৪), সাইদুর বরকন্দাস এর ছেলে মহিবুল্লাহ বরকন্দাজ, আনিছুর মোল্লার ছেলে আফজাল মোল্লা (২৫), সাহেব খালী গ্রামের আব্বাস আলী মোড়লের ছেলে আনোয়ারুল মোড়ল (৪১) ও একই গ্রামের মৃত নওজের গাজী ছেলে নুরুজ্জামান গাজী (৩৯)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, দীর্ঘ তিন মাস পর গত পহেলা সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে, আটক বনজীবীরা দু'দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত নোটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকার করাকালিন তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে পিওআর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test