E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঠাকুরগাঁওয়ে জব্দকৃত তিনশ বস্তা রাসায়নিক সার বিতরণ

২০২৫ সেপ্টেম্বর ০৩ ০০:১৯:২৪
ঠাকুরগাঁওয়ে জব্দকৃত তিনশ বস্তা রাসায়নিক সার বিতরণ

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জব্দকৃত এক ট্রাক (৩০০ বস্তা) টিএসপি (ত্রিপল সুপার ফসফেট) সার ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভেলাজান দেহন ময়দান বাজারে ওই এলাকার ৩টি ওয়ার্ডের ৩শ কৃষকের মাঝে সরকারি ন্যায্য মূল্যের (১৩শ ৮০ টাকা) বিনিময়ে এসব সার বিতরণ করা হয়।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমে নিজে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে জব্দকৃত সার বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান এবং সদর থানার পুলিশ প্রশাসন।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, এ সারগুলি জব্দ করার পর আমিই বাদি হয়ে মামলা করি তাই পরবর্তীতে কোর্টে আমি আবেদন করি এসব সার উত্তোলন করে কৃষকদের মাঝে বিতরণ করার জন্য। কোর্ট আমাকে অনুমতি দিলে আমি সরকারী ন্যায্য মূল্যে এসব সার বিতরণ করছি এবং এর জমাকৃত অর্থ পুরোটাই রাষ্ট্রীয় কোষাগারে যাবে। এছাড়াও ন্যায্য মূল্যের টিএসপি সার পেয়ে প্রান্তিক কৃষকরা বেশ খুশি হয়েছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট গভীর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজারে মালিকবিহীন ৩শ বস্তা টিএসপি সার বোঝাই ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সদর থানা পুলিশ প্রশাসন এবং উপজেলা কৃষি কর্মকর্তা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সবার উপস্থিতিতে সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। পরে সদর থানায় উপজেলা কৃষি কর্মকর্তা নিজে বাদী হয়ে প্রচলিত আইনে একটি মামলা দায়ের করেন।

(এই/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test