E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে পাহারাদার হিসেবে থাকতে দেয়ায় বাড়ী দখলের অভিযোগ

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৭:৫৮:৩৪
সুবর্ণচরে পাহারাদার হিসেবে থাকতে দেয়ায় বাড়ী দখলের অভিযোগ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে রায়ত (পাহারাদার) হিসেবে থাকতে দেয়ায় পুরো বাড়ী দখলের অভিযোগ উঠেছে পাহারাদার আইয়ুব আলী খানুর বিরুদ্ধে। শুধু তাই নয় মালিক পক্ষের রোপব করা বিভিন্ন জাতের গ্রায় ১০ থেকে ১২টি  গাছ কেটে বিক্রি ও করে দেন আইয়ুব আলী ওরপে খানুর মিয়া। 

ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ওয়াপদা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হাজী আব্দুর রবের বাড়ীতে বর্তমানে পাহারাদার আইয়ুব আলী বাড়ীটি দখল করে তার নামেই বাড়ীটির নাম করন করেন আইয়ুব আলীর বাড়ী নামে।

ভুক্তভোগী আয়েশা আক্তার অভিযোগ করে বলেন ৪০ বছর আগে আমার বাবা গাজী আব্দুর রব চর ওয়াপদা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মসজিদ মাদ্রাসার নামে ৯০ শতক জমি দান করেন এবং ৭৫ শতাংশ জমির ওপর থাকা একটি বাড়ী পরিত্যাক্ত বাড়ী দেখবাল করার জন্য আইয়ুব আলী খানুকে দ্বায়িত্ব দেয়া হয়ে এক পর্যায়ে আইয়ুব আলী আব্দুর রব থেকে অনুমতি না নিয়ে সে বাড়ীতে ঘর করে পরিবার নিয়ে বসবাস করেন। পরবর্তীতে আব্দুর রব মানবিক দিক বিবেচনা করে আইয়ুব আলীকে থাকার জন্য ৪০ শতাংশ জায়গা দান করে দেন এবং বাকি ৩৫ শতাংশ জায়গা আয়েশার নামে দলিল করে দেন। বর্তমানে ৩৫ শতাংশ জমির খাতিয়ান, খাজনা সকল কাজগপত্র আছে বলে দাবী করেন ভুক্তভোগী জমির মালিক আয়েশা বেগম।

আয়েশা বেগম আরো বলেন, আমি আমার জায়গাটি বিক্রি করতে চাইলে সে লোকজনকে তার বাড়ী দাবী করে হুমকি ধমকি দেয়, সেজন্য আমার বাবা হাজী আব্দুর রব আমাকে দেয়া শেষ স্মৃতি টুকুর ভাগ থেকে আমি বঞ্চিত হচ্ছি আমি এই দখলবাজের বিচার চাই। ইতিপূর্বে বহু টাকার গাছ বিক্রি করেছে খানু মিয়া।

এলাকাবাসী বলেন, বাড়িটি আব্দুর রব আইয়ুব আলীকে দেখা শুনা করার জন্য দেন এখন কোন কারনে আইয়ুব আলী বাড়িটি দখল করে রেখেছে তা আমরা জানিনা।

অভিযুক্ত আইয়ুব আলী খানুর মিয়া বলেন, আমি জায়গাটি আব্দুর রব থেকে ক্রয় করেছি, কিছু জায়গা আয়েশাকে দিয়েছে তিনি এখানে আসেন না কিছুদিন আগে জমিটি আমার কাছে বিক্রি করতে বলেছি তারা রাজি হয়নি। তবে জমির কেনার কোন কাগজ পত্র দেখাতে পারেন নি আইয়ুব আলী।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test