E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৮:০৩:৫৭
রাজারহাটে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে রাজারহাট রেল স্টেশন এলাকার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

পরে অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশে যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস প্রমূখ।

এসময় বক্তারা, বিএনপিতে ফ্যাসিস্টরা যেন কোনো ষড়যন্ত্র করে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান বলেন, সাবধান বিএনপি সাবধান এক কথা বলেছেন তারেক রহমান, সাবধাণ যুবদল সাবধান একথা বলেছেন তারেক রহমান। আপামর নেতা তারেক রহমানের উক্তিটি তিনি সকলের কাছে তুলে ধরেন। সেই সাথে তিনি বলেন, আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test