E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিজেকে বিএনপি নেতা দাবি করে নুরু মাতুব্বরের সংবাদ সম্মেলন

২০২৫ সেপ্টেম্বর ০৪ ০০:৫৬:৩৬
নিজেকে বিএনপি নেতা দাবি করে নুরু মাতুব্বরের সংবাদ সম্মেলন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : আওয়ামীলীগের নেতা নয় নিজেকে বিএনপি নেতা বলে দাবি করেছেন ফরিদপুরের সালথা উপজেলার  মাদ্রাসা গট্টির এলাকার আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা নুরু মাতুব্বর। তিনি আড়ুয়াকান্দী গ্রামের মৃত্যু হাশেম মাতুব্বরের বড় ছেলে। 

নুরু মাতুববর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ছিলেন বলে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

উপজেলার মাদ্রাসা গট্টি মোড়ে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বক্তব্যে কালে বলেন, আমি ২০১৫ সাল পর্যন্ত বিএনপির কমিটিতে ছিলাম। সেখানে আমি গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপর আওয়ামীলীগের আমলে অনেক হামলা, মামলার স্বীকার হয়েছি। আওয়ামীলীগের দেওয়া মিথ্যা মামলায় জেল খেটেছি। আমাকে চাপে ফেলে তাদের গ্রাম্য দলে মিশতে বাধ্য করেছে। আমি কখনও আওয়ামীলীগের হই নাই। মরহুম কে এম ওবায়দুর রহমানের একজন বিশ্বস্ত কর্মী ছিলাম। তিনি আমার বাড়িতে অনেকবার এসেছেন, আমার মায়ের হাতের পিঠাপুলিও খেয়েছেন।

তিনি আরো দাবী করেন, একটি কুচক্রী মহল আমাকে আওয়ামীলীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যেমে এবং সমাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার করে আমাকে রাজনৈতিক ভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার আওয়ামীলীগের কোন কমিটিতে নাম নেই, আর যদি আমার অজান্তে কোন কমিটিতে নাম থাকে আজ থেকে তা আমি প্রত্যাহার করলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির কর্মী নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসহাক মাতুব্বর, সায়েদ মীর, আফতার খান, শুকুর খান, পাঞ্জু মাতুব্বরসহ নেতাকর্মীবৃন্দ।

(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test