E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাটকেলঘাটায় র‌্যালি ও পথসভা

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৩:৫৫:১৮
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাটকেলঘাটায় র‌্যালি ও পথসভা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল,বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় বুধবার বিকেলে বিশাল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটা পাঁচরাস্তার মোড়ে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদি। এসময় উপজেলা ও স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, পাটকেলঘাটা থানা সদরে হাজার-হাজার সাধারণ মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে,পাটকেলঘাটার মাটি তারেক রহমানের ঘাটি।

তিনি আরও বলেন,‘‘ পাটকেলঘাটার উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম।বিএনপি ক্ষমতায় থাকাকালে পাটকেলঘাটা থানা হয়েছে। এছাড়া রাস্তা-ঘাট,শিক্ষা প্রতিষ্ঠানসহ সবক্ষেত্রে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে।’’ আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে পাটকেলঘাটাকে উপজেলা করা হবে বলে উপস্থিত জনসাধারণকে আশ্বস্ত করেন তিনি।

এর আগে পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বিশাল আনন্দ র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে শেষ হয়।

(আরকে/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test