E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে সিআইডি পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিল চক্র

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৯:২৪:২০
যশোরে সিআইডি পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিল চক্র

যশোর প্রতিনিধি : যশোরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে সিআইডি পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রাজারহাট বাজারে সংঘটিত এই হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় মাদক ব্যবসায়ী তুষারকে তার সহযোগীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।

সিআইডি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআই হাবিব ও তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন এবং কনস্টেবল মো. শহিদুল ইসলামসহ চার সদস্যের একটি দল রাজারহাট বাজারের কেয়া খাবার হোটেলের সামনে অভিযান চালায়। তারা রামনগর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী তুষারকে (২৭) আটক করতে সক্ষম হয়।

অভিযানের সময় তুষার উচ্চস্বরে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে সিআইডি সদস্যদের 'ভুয়া পুলিশ' বলে সন্দেহ করে।

এসময় তারা পুলিশের ওপর হামলা চালায় এবং মারধর শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে কয়েকজন পুলিশ সদস্য সরে যেতে সক্ষম হলেও কনস্টেবল শহিদুল ইসলাম জনতার হাতে ধরা পড়ে এবং গুরুতর আহত হন। পরে যশোর কোতোয়ালি থানার এসআই অনুপ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত কনস্টেবলকে উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই সুযোগে মাদক ব্যবসায়ী তুষারকে তার সহযোগীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। যদিও সিআইডি পুলিশ তুষারের বাবা মাসুদ রানাকে ছেড়ে দেয়, মারামারির ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হোটেল কর্মচারী শাওনকে (২১) কোনো সম্পৃক্ততা না পাওয়ায় পরে তাকেও ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর যশোর সিআইডি পুলিশের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সিআইডি পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার তদন্ত ইন্সপেক্টর।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুষার ও তার চক্র দীর্ঘদিন ধরে রাজারহাট এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযান চালানো হলেও তারা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রক্ষা পেয়ে যায় বলে অভিযোগ রয়েছে। সিআইডি পুলিশের ওপর এমন হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সচেতন মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

(এসএ/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test