E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলামের যোগদান

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৯:২৬:১৭
নড়াইলে নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলামের যোগদান

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ রবিউল ইসলাম। গতকাল বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে নড়াইলে দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, মোঃ রবিউল ইসলাম ২০০৬ সালে ২৫তম বিসিএসের পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন। তার কর্মজীবন শুরু হয় র‌্যাবের দায়িত্ব দিয়ে, যেখানে তিনি তিন বছর দায়িত্ব পালন করেন। পরে বরিশাল সদর সার্কেলে এএসপি হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দুইবার বিদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ নিয়েছেন। ২০১৩-১৪ ও ২০১৭-১৮ সালে আফ্রিকার মুসলিম দেশ সুদানে শান্তিরক্ষী মিশনে কাজ করেন। জেলা পুলিশ সুপার হিসেবে এটি তার প্রথম দায়িত্ব পালন।

শিক্ষাজীবনে তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে তিনি কৃষি অনুষদ থেকে স্নাতক এবং ২০০৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোঃ রবিউল ইসলাম গণমাধ্যমকর্মীদের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, “জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করে নড়াইলের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই।”

তিনি নড়াইলের পরিবেশ সম্পর্কে বলেন, “নড়াইল একটি ঐতিহ্যবাহী জেলা। এখানকার মানুষের সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের। এই জেলার নামের সঙ্গে জড়িত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান এবং চিত্রা নদী এগুলো আমাদের ইতিহাস ও সংস্কৃতির পরিচায়ক। আশা করি, নড়াইল জেলার মানুষের জন্য ভালো কিছু করতে পারব।”

নড়াইলের পুলিশ প্রশাসন ও স্থানীয়রা নবাগত পুলিশ সুপারের যোগদানকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test