E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে সেলিম ফকিরের বাড়িতে দুই দিনব্যাপী বাৎসরিক ওয়াজ শুরু

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৯:৩৯:৫২
ফরিদপুরে সেলিম ফকিরের বাড়িতে দুই দিনব্যাপী বাৎসরিক ওয়াজ শুরু

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃগি গ্রামে মো. সেলিম শেখ ওরফে সেলিম ফকিরের নিজ বাড়ির আঙিনায় হযরত শাহ-লাল শাহ ফকিরের ভক্ত আব্দুল আজিজ ফকিরের স্মরণে দুইদিন ব্যাপী ওরশ মোবারক শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার মৃগি গ্রামে সন্ধ্যায় প্রতি বছরের ন্যার এবারও ওই ওরফ মোবারক পালিত হচ্ছে। তবে, এবার স্বল্প পরিসরে শুধুমাত্র নিজস্ব ভক্তবৃন্দ ও প্রতিবেশীদের নিয়ে এ ওরশের আয়োজন করেছেন সেলিম ফকির। এজন্য চালানো হয়নি তেমন কোনো প্রকার প্রচার-প্রচারণাও।

এ বিষয়ে সেলিম ফকির উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'হযরত শাহ-লাল শাহ ফকিরের ভক্ত আব্দুল আজিজ ফকিরের স্মরণে এটি আমার দরবারে ১৭ তম ওরশ মোবারক। অনেক দিন পরে এমন নিজস্ব ঘরোয়া পরিবেশে এ ওরশ মোবারক পালিত হচ্ছে। তিন দিনের পরিবর্তে শুধু আনুষ্ঠানিকতার রক্ষার্থে দু'দিন করা হয়েছে। বাইরের অথিতিদের বা প্রতিবারের মতো এবার বাউল শিল্পদেরও আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান সেলিম ফকির। এই ওরশ মোবারকের আনুষ্ঠান যেনো সুন্দর শেষ হতে পারে সেই বিষয়ে তাঁর ভক্তবৃন্দ, গ্রামের প্রতিবেশি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test