E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবি ‘সংগ্রাম কমিটি’র

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৯:৪২:১১
ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবি ‘সংগ্রাম কমিটি’র

যশোর প্রতিনিধি : যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবি জানিয়েছে ‘ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি’। আজ বৃহস্পতিবার সকালে শহরের নীলরতন ধর সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্যসচিব চৈতন্য কুমার পাল বলেন, গত বছরের তুলনায় এবার দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, তারপরও জলাবদ্ধতা কম। কারণ ভবদহের আটটি স্লুইস গেট খুলে দেওয়ায় পানি নিষ্কাশিত হয়েছে।

তিনি আরও জানান, গতকাল বুধবার পর্যন্ত ১০টি গেট দিয়ে প্রবল বেগে পানি বের হচ্ছে। যদি আরও ছয়টি গেট খুলে দেওয়া যায়, তবে মাত্র এক সপ্তাহের মধ্যেই জলাবদ্ধতা মুক্ত হবে ১৫০টি গ্রামের ঘরবাড়ি, ফসল ও শিক্ষা প্রতিষ্ঠান।

দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংগ্রাম কমিটি পাঁচটি দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, আমডাঙা খাল সংস্কারে কার্যকর ব্যবস্থা গ্রহণ। ৮১ কিলোমিটার নদী খনন দ্রুত শুরু করা। টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বাস্তবায়ন ত্বরান্বিত করা। মাছের ঘের সংক্রান্ত নীতিমালা কার্যকর করা। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নদী, খাল ও খাসজমি উদ্ধার।

সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে জানানো হয়, টেকা ঘাটে এলজিইডির ডাইভারশন রোড সংকীর্ণ হওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এটি দ্রুত অপসারণ করলে প্রক্রিয়া আরও গতিশীল হবে।

সংগ্রাম কমিটি অভিযোগ করে বলেছে, ২০১২ সাল থেকে সব গেট বন্ধ করে পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা, রাজনৈতিক দুর্বৃত্ত এবং প্রভাবশালী মহলের যোগসাজশে ৬০ কিলোমিটার নদী হত্যা করা হয়েছে, যার ফলে হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। তারা গেট বন্ধের এই ষড়যন্ত্রের পেছনে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সংগঠনটি সরকারের বর্তমান উদ্যোগগুলোকে স্বাগত জানালেও প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার সমালোচনা করেছে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম-উর-রহমানসহ অন্যান্য সদস্যরা।

(এসএ/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test