E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে মহিলা দল নেত্রী রহিমা রেজা বহিষ্কার

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৯:৪৫:০৩
চাটমোহরে মহিলা দল নেত্রী রহিমা রেজা বহিষ্কার

চাটমোহর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাটমোহর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রহিমা রেজাকে বহিষ্কার করা হয়েছে। গত (১ সেপ্টেম্বর) সোমবার চাটমোহর উপজেলা মহিলা দলের সভাপতি আসমা খন্দকার ডলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আপনি রহিমা রেজা চাটমোহর উপজেলা মহিলা দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকিয়া দলের শৃঙ্খলা প্রতিনিয়ত ভঙ্গ করিয়া দলের সম্মান রক্ষা না করিয়া দলকে প্রশ্ন বিদ্ধ করিতেছেন। আপনি নিয়মিত বিভিন্ন প্রকার মাদকসেবন ও বিক্রি করিয়া দলের সম্মান নষ্ট করিতেছেন। আপনি চাটমোহর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ও জেলা মহিলা দলের সহ সভাপতি যিনি দলের একজন নিবেদিত নেতা তাকে আপনি গত ২৩ আগষ্ট পরিকল্পিত ভাবে মারপিট করিয়া দলের শৃঙ্খলা মারাত্মকভাবে লঙ্ঘন করিয়াছেন। সে কারণে আপনি দলের যে পদে আছেন সেই পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হইলো। বহিষ্কার আদেশ বলবৎ থাকা অবস্থায় আপনি কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা সহ অংশ গ্রহন করিতে পারবেন না। আদেশ অমান্যে আপনাকে চুড়ান্ত ভাবে বহিষ্কার করা হইবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাটমোহর উপজেলা শাখার সভাপতি আসমা খন্দকার ডলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে আমার উপজেলা সভাপতি আমাকে কিছু না জানিয়েই রহিমাকে বহিস্কার করেছে। বহিস্কার করার পরে তিনি আমাকে বিষয়টি জানিয়েছেন। তবে এ ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি।

ঘটনার বিষয়ে জানতে বহিস্কৃত উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রহিমা রেজাকে ফোন দেওয়া হলে এ বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।

(এসএইচ/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test