E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ যুবক

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৮:৫৪:৩৩
নড়াইলে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ যুবক

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ইব্রাহিম মোল্যা (৪২) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে জেলার গোয়েন্দা পুলিশ জানিয়েছে, তাকে আটক করা হয়নি।

গত সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামে নিজ বাড়ি থেকে ইব্রাহিমকে তুলে নেওয়া হয়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পায়নি পরিবার। তিনি ওই গ্রামের আবদুর রহমান মোল্যার ছেলে এবং পেশায় একজন কৃষক।

পরিবারের সদস্যদের দাবি, সোমবার ভোররাতে ৭–৮ জন অজ্ঞাত ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইব্রাহিমের বাড়ির দরজায় ধাক্কা দেয়। ইব্রাহিম দরজা খুললে তারা জানান, একটি মামলার প্রয়োজনীয়তায় তাকে ডিবি অফিসে নিয়ে যেতে হবে। এরপর তাকে সঙ্গে নিয়েই চলে যায় তারা। পরে সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা নড়াইল ডিবি অফিস ও থানায় খোঁজ নিতে গেলে জানতে পারেন, ইব্রাহিমকে কেউ আটক করেনি।

ইব্রাহিমের স্ত্রী ইরানী খানম, ভাই রুহুল আমিন এবং চাচা ফজলে করীম অভিযোগ করে বলেন, পারিবারিকভাবে একটি জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিপক্ষদের সঙ্গে বিরোধ চলছিল। ২০১৭ সালে ওই বিরোধের জেরে ইব্রাহিমের বাবা খুন হন। এ ঘটনায় ইউসুফ মোল্যা, রসুল মোল্যাসহ কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার বাদী এবং ১ নম্বর সাক্ষী ছিলেন ইব্রাহিম। এছাড়া ওই আসামিদের সঙ্গে ইব্রাহিমের আরও কয়েকটি মামলা ও বিরোধ চলমান রয়েছে। মাঝেমধ্যে প্রতিপক্ষরা তাকে হুমকি-ধামকি দিত বলে অভিযোগ পরিবারের।

তাদের দাবি, এসব পুরনো বিরোধের জের ধরেই প্রতিপক্ষরা এলাকার বাইরে থেকে ভাড়াটে লোক এনে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে ইব্রাহিমকে অপহরণ করেছে, যাতে কেউ তাদের চিনতে না পারে। তারা আশঙ্কা করছেন, ইব্রাহিমের ক্ষতি করা হতে পারে। প্রশাসনের প্রতি তারা ইব্রাহিমের অবস্থান দ্রুত শনাক্ত করে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test