E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে নড়বড়ে বাঁশের সাঁকোতে বিপাকে শিক্ষার্থীসহ ৮ গ্রামের মানুষ

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৭:৪৮:৪৩
ঈশ্বরগঞ্জে নড়বড়ে বাঁশের সাঁকোতে বিপাকে শিক্ষার্থীসহ ৮ গ্রামের মানুষ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলার উচাখিলা ইউনিয়নের দক্ষিণ চরআলগী সড়কের বাঁশের সাঁকোর বেহাল অবস্থায় বিপাকে পড়েছে দুটি ইউনিয়নের আট গ্রামের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। গত ৩০ মে রাতে প্রবল বর্ষণে দক্ষিণ চরআলগীর বটতলা নামক স্থানে সড়ক ভেঙ্গে ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে যায়।  

এতে আট গ্রামের মানুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাচলে বিপাকে পড়ায় উপজেলা প্রশাসন স্থানীয় লোকদের সহায়তায় একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেয়। নির্মাণের তিন মাস যেতে না যেতেই সাঁকোটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ফলে রাজীবপুর ইউনিয়নের কোটের চর, উজানচরনওপাড়া ও উচাখিলা ইউনিয়নের মরিচারচর, টান মলামারী, আতকাপড়া, বড়ইকান্দি, মাইজপাড়া, কান্দাপাড়া গ্রামের সাধারণ মানুষসহ দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরিচরচর উচ্চ বিদ্যালয়, উচাখিলা স্কুল এন্ড কলেজ, কেরামতিয়া আলীম মাদ্রাসা ও আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের শিক্ষার্থীরা দুর্ঘটনার ঝুঁকি নিয়ে বেহাল সাঁকোর উপর দিয়ে প্রতিদিন প্রতিষ্ঠানে যাতায়াত করছে।

আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের শিক্ষার্থী নুর হাসান বলেন, এই নড়বরে সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে আমাদের পারাপার করতে হচ্ছে। যেকোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এই গুরুত্বপূর্ণ সড়কে ভাঙ্গনের ফলে উচাখিলা বাজার হতে মরিচারচর চুমকির বাজার পর্যন্ত যানবাহন সরাসরি চলতে না পারায় সাঁকোর দুইপাড়ের যাত্রীদের পরিবহন বদল করে চলাচল করতে হচ্ছে।

চরআলগী গ্রামের অটো চালক সুমন মিয়া জানান, ভাঙ্গা সাঁকোর কারনে চরাঞ্চলে এ্যাম্বুলেন্স প্রবেশ করতে না পারায় রোগী পরিবহন নিয়ে পড়তে হয় চরম বিপাকে।

নতুন চরআলগী গ্রামের কৃষক সামছুল হক জানান, আমাদের পোড়া কপাল। চরের মানুষের জীবনে শান্তি হলো না কোন দিন। আমরা যুগযুগ ধরে নদী ও রাস্তা ভাঙ্গনের স্বীকার হয়ে আসছি। আমাদের ভাঙ্গনরোধে কোন স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এই ভাঙ্গা গড়ার কারনে চরাঞ্চলের মানুষের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে চরম দুর্ভোগ পেহাতে হয়।

দক্ষিণ চরআলগী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমা আক্তার জানান, প্রতিদিনি এই সাঁকোর উপর দিয়ে স্কুল কলেজের শতশত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকে। গত ২৮ আগস্ট শিশু শ্রেণির শিক্ষার্থী তন্বী আক্তার (৫) সাঁকো থেকে পড়ে আহত হয়।

উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম জানান, ২০২৩ সালে এ সড়কটি ভেঙ্গে গেলে সড়ক ও জনপথ বিভাগ একটি স্টীলের বেইলী ব্রীজ নির্মাণ করার জন্য মালামাল নিয়ে আসে। রাাস্তা ভাঙ্গন কবলিত স্থানটি দুটি ইউনিয়নের মধ্যবর্তী হওয়ায় দুই গ্রামের মানুষ তাদের জায়গায় বেইলী ব্রীজ নির্মাণ করতে বাঁধা প্রদান করে। আমি এ ব্যাপারে রাজীবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিয়ে বেইলী ব্রীজ স্থাপনের জন্য গ্রামবাসীর সাথে কয়েকদফা আলোচনা করে ব্যর্থ হই। সড়ক ও জনপথ বিভাগ দীর্ঘ সময় অপেক্ষার পর তাদের মালামাল নিয়ে যেতে বাধ্য হয়। তারপর উপজেলা প্রশাসন উক্তস্থানে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করে দেয়। পরে এই রাস্তার উপর দিয়ে এলাকাবাসীর চলাচল শুরু হয়। গত ৩০ মে প্রবল বর্ষণে ফের রাস্তাটি ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে যায়। এখন অবার এলাকাবাসী পড়েছে চরম বিপাকে।

সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহের উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম তুহিন জানান, এই দুর্ভোগের জন্য এলাকাবাসী দায়ী। এখানে বেইলী ব্রীজ নির্মাণের জন্য মালামাল পাঠানো হয়েছিল। এলাকাবাসী বেইলী ব্রীজ করতে দেয়নি। এই মালামাল ফিরিয়ে নিতে আমারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। চরআলগী সড়কে ব্রীজ নির্মাণ করার জন্য ঢাকা সওজ এর সড়ক বিভাগ ডিজাইন শাখায় প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদিত হলে দ্রুত ব্রীজ নির্মাণ করা হবে।

(এন/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test