E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরনদীতে দুই হাজার ৬১১ পরিবারের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৯:২৩:০৮
গৌরনদীতে দুই হাজার ৬১১ পরিবারের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বরিশালের গৌরনদীতে নারী সুবিধাভোগিদের নতুন কার্ড ও দুই মাসের চাল বিতরণ করা হয়েছে। 

আজ রবিবার সকালে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমূখ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন জানিয়েছেন, দুই বছর মেয়াদী ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের দুই হাজার ৬১১ জন নারী ভিডব্লিউবি কার্ড ও দুই মাসের ৬০ কেজি হারে চাল পেয়েছে। এরমধ্যে মাহিলাড়া ইউনিয়নের ৩৩৫, বাটাজোরে ৩৮০, সরিকলে ৩৯৬, নলচিড়া ৩৭৫, বার্থী ৪৪০, খাঞ্জাপুর ৩৮৫ ও চাঁদশী ইউনিয়নে ৩০০ জন কার্ডধারী রয়েছে। কার্ড বিতরণ সরকারের নির্দেশনা মোতাবেক অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, সুবিধাভোগী প্রতি নারীকে প্রতি মাসে চাল নেওয়ার সময় সঞ্চয় বাবদ ২২০ টাকা হারে জমা করতে হবে। দুই বছর মেয়াদ শেষে সঞ্চয়ের জমানো টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test