E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘রাস্তা খারাপ তাই আত্মীয় করতে চায় না অন্য এলাকার কেউ’

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৮:২৯:১২
‘রাস্তা খারাপ তাই আত্মীয় করতে চায় না অন্য এলাকার কেউ’

রাজন্য রুহানি, জামালপুর : রাস্তার বেহাল দশা। বর্ষামৌসুমে কাদা থাকে হাঁটু পর্যন্ত। দেশ স্বাধীন হবার পর নানা জনপ্রতিনিধিরা আশ্বাসের বাণী শোনালেও বিন্দুমাত্র কাজ করে নি কেউ। অথচ, এ রাস্তা দিয়ে চলাচল করে দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ। কাদাজলে বেহাল দশার কারণে ছেলেমেয়েরা ঠিকমতো স্কুল-কলেজে যেতে চায় না। অসুস্থ লোকজনদের হাসপাতালে নেওয়া দুষ্কর হয়ে পড়ে। শুধু তাই নয়, রাস্তার বেহাল দশার কারণে এ এলাকার লোকজনের সঙ্গে আত্মীয় করতে চায় না অন্য এলাকার কেউ।

জামালপুর সদর উপজেলার নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের বন্দরৌহা মতি মেম্বার মোড় হইতে দখলপুর (আটাপাড়া) ভায়া লক্ষ্মীপুর পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তাটির করুণ দশার কারণে সৃষ্টি হচ্ছে এমনই সব সমস্যা।

দুই ইউনিয়নের সর্বসাধারণের চলাচলের একমাত্র কাঁচা রাস্তাটির বেহাল দশা থেকে উত্তরণের জন্য দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংস্কারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তার দুর্ভোগে থাকা এলাকাবাসীর আয়োজনো অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ঘোড়াধাপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক গ্রাম সরকার আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, আটাপাড়া জামে মসজিদের পেশ ইমাম আবু সাঈদ, সাজেদা বেগম, মো. শাহ আলী, মো. শামীম মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর ধরে। এ এলাকার জনগণ ৫৪ বছর ধরে অবহেলিত। দুটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে। এমনিতেই ২.৫ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি কাঁচা, একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই। আমাদের ছেলেমেয়েরা রাস্তার বেহাল অবস্থা কারণে ঠিকমতো স্কুল-কলেজে যেতে চায় না। এলাকায় যদি কোনো লোকজন অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নেওয়া দুষ্কর হয়ে পড়ে।

তারা আরও বলেন, এই বাস্তাটির আইডি নম্বর ৩৩৯৩৬৫৩০৪১। রাস্তার বেহাল দশার কারণে দ্রুত সময়ের মধ্যে একজন প্রসূতিকে হাসপাতালে নিতে না পেয়ে তার মৃত্যু হয়েছে। আমাদের এলাকার রাস্তাটির অবস্থা খারাপ দেখে এই এলাকায় কেউ বিয়ে করতে আসে না এবং আমাদের ছেলেমেয়েদেরকে বিয়ে দিতেও পারি না।

রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য জেলা প্রশাসকসহ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে এলাকাবাসী।

মানববন্ধনে নরুন্দি ইউনিয়ন ও ঘোড়াধাপ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test