E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ জেলে আটক

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৮:৩৫:৩৪
সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ জেলে আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে এলাকায় ঢুকে মাছ ধরার সময় চার জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের ব্যবহৃত একটি নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

আজ সোমবার ভোরে সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকার হেতালবুনিয়া ছড়া (হলদেবুনিয়া খাল) থেকে তাদের আটক করা হয়।

আটকৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ (৬০), সবির মালীর ছেলে জব্বার মালী (৫৮), মৃত আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) ও সাজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে মাছ ধরছিলেন। এ সময় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিমের টিম লিডার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুল কারিমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে একটি নৌকা ও সরঞ্জামসহ চারজনকে আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test