E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে শিক্ষার মান্নোয়নে মা সমাবেশ

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৯:০০:১২
ঈশ্বরগঞ্জে শিক্ষার মান্নোয়নে মা সমাবেশ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান্নোয়নের লক্ষে আজ সোমবার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝাটিয়া ইউনিয়নের মাকরঝাঁপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মা সমাবেশে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন। 

মাকরঝাঁপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্ধনা রানী পালের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নিজতুলন্দর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার, সুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, অভিভাবক মঞ্জুয়ারা বেগম, নার্গিস আক্তার প্রমুখ।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, জন্মের পর একজন শিশু প্রথম যে উচ্চারণ করে সেটি মায়ের কাছ থেকেই শেখা। উত্তম চরিত্র নৈতিকতা সততা মানবিকতা সদাচরণ এ সব কিছু মা তার সন্তানকে শিক্ষাঙ্গণে প্রবেশের পূর্বেই শিক্ষা দিয়ে থাকেন। তাই একজন সন্তানের কাছে মা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষার ভিত্তি রচনায় মায়ের ভূমিকা অপরিসীম।

তিনি আরো বলেন, শিশুরা হলো খোদা প্রদত্ত মা বাবার কাছে আমানত স্বরুপ। আমানত খেয়ানত করলে যেমন পাপ হয় তেমনি শিশু সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে সেটা হবে মা বাবার কাছে আমানত খেয়ানত হওয়ার শামিল। একটি শিশুর প্রথমেই মায়ের মুখ থেকে গল্প কবিতা গান বর্ণ চয়নের মাধ্যমে ভাষা জ্ঞান ও শ্রবণ ক্ষমতার বিকাশ ঘটে।

তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের নিয়মিত পাঠদানে সহায়তা করবেন বিদ্যালয়ে এসে শিক্ষকদের সাথে যোগাযোগ রক্ষা করে সন্তানের লেখাপড়ার খোঁজ খবর নেবেন। আপনাদের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে আপনাদের ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

(এন/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test