E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় অনির্দিষ্টকালের মহাসড়ক অবরোধ

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৩:৫৬:১৮
ভাঙ্গায় অনির্দিষ্টকালের মহাসড়ক অবরোধ

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয় ভাঙ্গা উপজেলাবাসী। নারী ও শিশু সহ সব শ্রেনী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে মাতৃভূমি রক্ষায়। মুহুর মুহুর স্লোগান উঠছে - 'রক্ত লাগলে রক্ত নে, আমার মাটি ফিরিয়ে দে', 'আমার মাটি আমার মা, নগর কান্দার হবে না',  ভাঙ্গা না নগরকান্দা, ভাঙ্গা ভাঙ্গা' ইত্যাদি। এসময় বিভিন্ন স্পটে মহিলাদের ঝাড়ু নিয়ে মিছিল করতে দেখা যায়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এ সড়ক অবরোধ শুরু হলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভাঙ্গার পুকুরিয়া ও সোয়াদিসহ বেশ কয়েকটি স্থানে মহাসড়কের ওপর গাছ, বাঁশ ও ইট ফেলে অবরোধ করেন কয়েক হাজার স্থানীয় জনতা। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন বন্ধ হয়ে গেছে। দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।

ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এই অবরোধ করা হয়েছে।

বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছেন তারা। তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ মহাসড়ক অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা বলেন, প্রয়োজনে ভাঙ্গা'র চারিদিকের মহাসড়ক কেটে ভাঙ্গার সাথে সকল জেলার যান চলাচল বন্ধ করে দিবো তবুও দাবি না মানা পর্যন্ত রাস্তা এ অবরোধ চলবেই।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের কয়েকটি পয়েন্ট, পুখুরিয়া বাসস্ট্যান্ডে ও হামিরদী বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এছাড়াও ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এতে সব কয়েকটি মহাসড়কের সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নির্বাহী গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ ও অবরোধ শুরু করে স্থানীয়রা। এরপর থেকে দফায় দফায় এই সড়ক অবরোধ কর্মসূচি চলছে।

এছাড়া, গত শুক্রবার দুই দফায় মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। দ্বিতীয় দফ সড়ক অবরোধ চলাকালীন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি সমাধানে ৪৮ ঘন্টা সময় চেয়ে নিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। নির্ধারিত সময় পেড়িয়ে গেলেও বিষয়টি সমাধান না হওয়ায় মঙ্গলবার আবারও অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধে নামলো এলাকাবাসী। তবে এবার শুধু ওই দুই ইউনিয়নের লোকজন ই নয়, বরং ভাঙ্গা উপজেলার জনগণ নিজেদের ভূখণ্ড রক্ষা করতে দলমত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছে।

এদিকে, এ অবরোধ চলাকালে কাউকে গ্রেফতার করা হলে থানা ঘেরাও সহ যে কোনো ধরণের কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে অবরোধ থেকে। এ মহাসড়ক অবরোধে শিক্ষক, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল ও নারী শিশু সহ সকল শ্রেনী পেশার মনুষ অংশ নিয়েছে। দাবি আদায় না হলে ঘরে ফিরে যাবেনা বলেও জানিয়েছেন অনুরোধকারীরা

(আরআর/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test