E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এনসিপি’র সমাবেশস্থলে হামলার নেতৃত্বদানকারী এস.এম দ্বীন ইসলাম কারাগারে 

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৪:৫২:২০
এনসিপি’র সমাবেশস্থলে হামলার নেতৃত্বদানকারী এস.এম দ্বীন ইসলাম কারাগারে 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে প্রথম হামলার নেতৃত্বে থাকা এস.এম দ্বীন ইসলামকে গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন  গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান। 

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বটতলা এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম তাকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃত এস.এম দ্বীন ইসলাম গোপালগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর দক্ষিণপাড়া গ্রামের নওশের আলী শেখের ছেলে। গ্রেফতার এড়াতে তিনি শহরের বটতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন

মামলার বরাত দিয়ে ওসি মির মো. সাজেদুর রহমান জানান, গত ১৬ জুলাই এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায়, দফায় হামলা, সংঘর্ষ সহ ব্যপক সহিংসতার ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ, ইউএনও, এনসিপি নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি স্থাপনায় কয়েক দফায় হামলা চালায়। ওইদিন দুপুর সোয়া ১ টার দিকে এনসিপির নেতাকর্মীরা শহরের পৌরপর্কের সমাবেশস্থলে পৌঁছানোর আগে মঞ্চে হামলা ও চেয়ার ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দেন গোপালগঞ্জ সরকারি কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম দ্বীন ইসলাম। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গোপালগঞ্জ থানায় মামলা করে। এ মামলায় দ্বীন ইসলামকে আসামি করা হয়। এ ঘটনার পর থেকে তিনি নিজ বাড়ি ছেড়ে শহরের বটতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম ওসি মির মো. সাজেদুর রহমান আরো জানান, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় করা বেশ কয়েকটি মামলার এজাহার নামীয় আসামি এস.এম দ্বীন ইসলাম। তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় প্রথম গ্রেফতার দেখানো হয়েছে।

(টিবি/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test