E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুমকি

২০২৫ সেপ্টেম্বর ১০ ০০:৩০:৫৫
ভাঙ্গায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুমকি

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দিনভর সড়ক অবরোধের পর অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেছেন। তবে আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পুনরায় একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে টানা প্রায় ১২ ঘণ্টা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরের আশপাশে ছয়টি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ শুরু হয়। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ যানজটে প্রায় ২৫ কিলোমিটার মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধ চলাকালে মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, মাধবপুর বাসস্ট্যান্ড, মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় হাজারো মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কজুড়ে ভেসে আসে— ‘ভাঙ্গার এক ইঞ্চি মাটিও নগরকান্দার সঙ্গে মিশতে দেওয়া হবে না’, ‘রক্ত লাগলে রক্ত নে, ভাঙ্গাবাসীকে মুক্তি দে’— ইত্যাদি স্লোগান। নারী-পুরুষ নির্বিশেষে আন্দোলনে অংশগ্রহণ করেন স্থানীয়রা।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন আসন বিন্যাসের তালিকা প্রকাশ করে। তালিকায় ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে (সালথা-নগরকান্দা) যুক্ত করা হয়। এ সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) একই দাবিতে দুটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি আন্দোলনকারীদের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার আবারও তারা আন্দোলনে নামেন।

আন্দোলনকারীরা জানান, “আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে। যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে সন্ধ্যা ৭টা থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে বুধবার সকাল ৮টা থেকে ফের কর্মসূচি পালন করা হবে।”

আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক মিঞা বলেন, “ভাঙ্গার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার আগে আমাদের মতামত নেওয়া হয়নি। যতদিন না ইউনিয়ন দুটি পুনরায় ফরিদপুর-৪ আসনে ফেরত আনা হচ্ছে, ততদিন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”

(ডিসি/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test