E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে বিদেশি দম্পতিকে ‘মলম পার্টির’ অপবাদ দিয়ে হেনস্তা-স্বর্ণালঙ্কার ছিনতাই

২০২৫ সেপ্টেম্বর ১০ ০০:৪১:৪০
যশোরে বিদেশি দম্পতিকে ‘মলম পার্টির’ অপবাদ দিয়ে হেনস্তা-স্বর্ণালঙ্কার ছিনতাই

যশোর প্রতিনিধি : যশোর শহরের খয়েরতলা বাজারে প্রকাশ্যে দুই বিদেশি নাগরিককে ‘মলম পার্টির’ সদস্য বলে অপবাদ দিয়ে হেনস্তা ও তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এঘটনা ঘটে। পরে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদেশি দম্পতিকে উদ্ধার করে। এঘটনায় অভিযুক্ত মোকারক কাঠি গ্রামের জাহাঙ্গীর হোসেন ও বড় মেঘলা গ্রামের আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

জানা গেছে, ইরান থেকে বেড়াতে আসা ফায়েজ এবং তার স্ত্রী ঘোলি ঢাকা থেকে যশোরে আসেন। মঙ্গলবার বিকেলে তারা ক্যান্টনমেন্ট সংলগ্ন খয়েরতলা বাজারের ‘ফুডপার্ক এন্ড টেলিকম’ দোকানে বিরিয়ানি আছে কিনা জানতে যান। ভাষাগত সমস্যার কারণে তারা ব্যাগে থাকা ডলার দেখিয়ে খাবারের বিষয়টি বোঝানোর চেষ্টা করেন।

এ সময় স্থানীয় দুই ব্যক্তি তাদের ‘মলম পার্টির’ সদস্য আখ্যা দিয়ে হেনস্তা করা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা বিদেশি পুরুষটির জামার কলার ধরে ব্যাগ টানাটানি করেন। তার স্ত্রী গাড়ি থেকে নেমে এলে ভিড়ের মধ্যে কেউ তার আঙুল থেকে আংটি ও গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ বিদেশি নাগরিকদের উদ্ধার করেছেন।

এবিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাতের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন কল কেটে দেন।

(এসএমএ/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test