E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চন্দ্রঘোনা খ্রিষ্টীয়ান হাসপাতালের সিসিএইচপি উদ্যোগে সমষ্টিগত ঝুঁকি মূল্যায়ন বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৬:০৬:২৫
চন্দ্রঘোনা খ্রিষ্টীয়ান হাসপাতালের সিসিএইচপি উদ্যোগে সমষ্টিগত ঝুঁকি মূল্যায়ন বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত

রিপন মারমা, রাঙ্গামাটি : কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিষ্টীয়ান হাসপাতালের সিসিএইচপি ট্রেনিং সেন্টার-এ সমষ্টিগত ঝুঁকি মূল্যায়ন (CRA) বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (CCHP)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সিসিএইচপি স্বাস্থ্যকর্মী, প্রশিক্ষক গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ডাঃ প্রবীর খিয়াং। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চন্দ্রঘোনা খ্রিষ্টীয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় ঝুঁকি নিরূপণ ও মূল্যায়ন অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করবে এবং জনগণকে আরও কার্যকরভাবে সেবা দিতে সক্ষম করবে।”

দিনব্যাপী কর্মশালায় গবেষণা কনসালট্যান্ট এলিশ অরুণ মজুমদার দুর্যোগ নির্ণয়, ঝুঁকি সনাক্তকরণ, এবং সমষ্টিগতভাবে ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে কার্যকর আলোচনা করেন এবং ঝুঁকি ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি তুলে ধরেন।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু দুর্যোগকালীন প্রস্তুতি নয়, বরং দীর্ঘমেয়াদি ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল সম্পর্কেও ধারণা লাভ করেছেন। এতে করে ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো সংকট মোকাবিলায় টেকসই পরিকল্পনা গ্রহণ সম্ভব হবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হলে স্থানীয় পর্যায়ে দুর্যোগ সহনশীলতা আরও বৃদ্ধি পাবে এবং জনগণ নিরাপদ জীবনযাপনের সুযোগ পাবে।

(আরএম/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test