E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মায় ধরা পড়ল লাখ টাকার ঢাঁই মাছ

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৩:৫৮:৩৬
পদ্মায় ধরা পড়ল লাখ টাকার ঢাঁই মাছ

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় জেলের জালে ধরা পড়া একটি ঢাঁই মাছ বিক্রি হয়েছে এক লাখ আট হাজার ৪৮০ টাকায়। আজ বৃহস্পতিবার সকালে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ওই ঢাঁই মাছটি বিক্রি করেন দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।

জানা যায়, মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে জীবন হালদার। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একই জেলার হরিরামপুর উপজেলা এলাকায় পদ্মা মাছ শিকার করছিলেন ওই জেলে ও তার সঙ্গীরা।

এ সময় বিশাল আকারের একটি ঢাঁই মাছ তাদের জালে ধরা পড়ে। পরে বিক্রি করতে মাছটি নিয়ে যান গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনোয়ার হোসেন খানের আড়তে। সেখানে ২২ কেজি ৬০০ গ্রাম ওজন মেপে চার হাজার ৬০০ টাকা কেজি নিলাম দরে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে ঢাঁইটি বিক্রি করেন জেলে জীবন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৩৫ বছর ধরে এই ঘাটে (দৌলতদিয়া) মাছের ব্যবসা করছি। কিন্তু এতো বড় ঢাঁই মাছ আগে কখনো দেখিনি। পদ্মা নদীর ঢাঁই খুব সুস্বাদু। প্রচুর চাহিদা থাকলেও এমন আকারের ঢাঁই সহসা পাওয়া যায় না।

তিনি আরও বলেন, ‘আজ সকালে জেলে জীবন হালদারের কাছ থেকে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাঁইটি এক লাখ তিন হাজার ৯৬০ টাকায় আমি কিনে নিই। পরে অনলাইনে নারায়ণগঞ্জের এক ব্যক্তির কাছে এক লাখ আট হাজার ৪৮০ টাকায় ঢাঁই মাছটি আমি বিক্রি করেছি।’

(একে/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test