E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বালু ভরাটের কাজ বন্ধের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন পালিত 

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৪:০৭:২৮
নড়াইলে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বালু ভরাটের কাজ বন্ধের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন পালিত 

রূপক মুখার্জি, নড়াইল : লোহাগড়া শহরের প্রানকেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠে লোহাগড়া পৌরসভা কর্তৃক বালু ভরাটের কাজ বন্ধের প্রতিবাদে ও উক্ত কাজ চালুর দাবীতে এলাকাবাসীর আয়োজনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উক্ত বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বিদ্যালয়, ৩৮ নং এল, এল গালস্ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দি লিটিল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান, লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মিন্টু হকসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, 'প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই মাঠে খেলাধুলা করে আসছেন স্থানীয়রাসহ অত্র ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মাঠে খেলাধুলা করে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের ক্যাপ্টেন হরষিত বিশ্বাস নেতৃত্ব দিয়ে আসছেন। তাই অবিলম্বে এ খেলার মাঠে বন্ধ হওয়া বালু ভরাটের কাজ চালু করতে হবে, অন্যথায় পৌরসভা ঘেরাও করাসহ বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

(আরএম/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test