E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

২০ পরিবারের সদস্যরা অবরুদ্ধ

পাকা দেয়াল নির্মাণ করে বন্ধ করা হয়েছে চলাচলের পথ

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৮:০৮:৩২
পাকা দেয়াল নির্মাণ করে বন্ধ করা হয়েছে চলাচলের পথ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পাকা দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা। এতে করে ওইসব পরিবারের সদস্যরা এখন অবরুদ্ধ হয়ে পরেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার তিকাসার গ্রামে।

ওই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান, দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তিরা অভিযোগ করে বলেন-তিকাসার গ্রামের রবিউল ভিলা সংলগ্ন পাইকবাড়ি এলাকার প্রায় ২০টি পরিবারের চলাচলের দীর্ঘদিনের একমাত্র রাস্তাটি তারা নিজস্ব অর্থায়নে একাধিকবার মেরামত করেছেন। পরবর্তীতে সম্প্রতি গৌরনদী পৌরসভা থেকে রাস্তাটি সংস্কার করতে আসলে জমি ক্রয়সূত্রে ওই এলাকার বাসিন্দা প্রবাসী কামাল সরদারের পরিবারের সদস্যরা বাঁধা প্রধান করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানার ওসি উভয়কে নিয়ে থানায় বসে রাস্তা ব্যবহারের পক্ষে রায় ঘোষণা করেন।

মিজানুর রহমান বলেন-দীর্ঘ ২০ বছর ধরে ওই এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তার ওপর থানার ওসির নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার সকাল থেকে প্রবাসী কামাল সরদার শ্রমিক নিয়ে পাকা দেয়াল নির্মানের কাজ শুরু করেন। এসময় তাদের বাঁধা দেয়ায় কামাল সরদারের ভাড়াটিয়া লোকজনে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলাসহ মামলায় জড়ানোর হুমকি প্রদান করে রাস্তার মধ্যে দেয়াল নির্মানের কাজ অব্যাহত রেখেছেন। বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় প্রশাসনকে অবহিত করেও কোন সুফল মেলেনি বলেও তারা উল্লেখ করেন। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

দীর্ঘদিনের রাস্তার ওপর দেয়াল নির্মানের ব্যাপারে প্রবাসী কামাল সরদার বলেন, আমার ক্রয়কৃত জমির ওপর আমি দেয়াল নির্মান করেছি। ভাড়াটিয়া লোকজন দিয়ে হুমকির অভিযোগ সঠিক নয়। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন-ওই এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিত্বে কয়েকদিন পূর্বে প্রবাসীর পরিবারকে রাস্তা বন্ধ না করার জন্য বলা হয়েছিলো। সর্বশেষ কি হয়েছে সে বিষয়টি আমার (ওসি) জানা নেই।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test