E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

২০২৫ সেপ্টেম্বর ১২ ১৮:০২:০৫
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

রাঙ্গামাটি প্রতিনিধি : আকস্মিকভাবে মাইনীমূখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া দোকান-ঘর পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

আজ শুক্রবার সকালে মাইনীমূখ বাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান-ঘর পরিদর্শনে শেষে বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রপাতিসহ বাজারের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, মাইনীমূখ বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেমসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে বন্যার্ত ১১টি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করেন পরিদর্শনে আসা নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাজারের লঞ্চঘাটের একটি খাবার হোটেলের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। এতে দোকান-ঘর ও ইবাদতখানা সহ ১৭টি পরিবারের প্রায় কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test