E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কতুবুপুর স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

২০১৪ ডিসেম্বর ১৫ ১৫:১৬:২৩
কতুবুপুর স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কুতুবুপুর স্কুল এন্ড কলেজের উদ্যোগে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও স্বামী নিগমানন্দ পরমহংসদে স্মৃতি তোরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় গুরুধাম পরিচালনা বোর্ডের সভাপতি স্বামী অখন্ডানন্দ সরস্বতী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তোরণের উদ্বোধন করেন। পরে কলেজ প্রাঙ্গনে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, বিএমএর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুজ্জামান,বিজয় কুমার, ইসাহাক আলী,গোলজার হোসেন,ফিরোজ হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন এবং কৃতি শিক্ষার্থীদের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(আইএম/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test