E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর সদরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, আটক ১

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৮:৪৯:৩২
ফরিদপুর সদরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, আটক ১

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার আলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ ডাবল ব্যারেল গান (মেইড ইন ইউএসএ) উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রের মালিক মাহফুজুর রহমান সবুজ (৩৯) কে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন। স্থানীয় পুলিশের সহযোগিতায় আলিপুর গ্রামের সবুজের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্রটি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। উদ্ধারকৃত অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করে তা ফরিদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে সেনাবাহিনী সূত্র জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে অভিযান চালানো হচ্ছে। এসব অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test