E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান

কালুখালীতে ১৯ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৯:০৫:৩৮
কালুখালীতে ১৯ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সমাজকে মাদকমুক্ত করতে র‌্যাব প্রতিনিয়ত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনছে। সেই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর সাম্প্রতিক এক অভিযানে আবারও ধরা পড়লো বড় ধরনের গাঁজা চক্র।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩ এর একটি আভিযানিক দল রাজবাড়ীর কালুখালী থানাধীন বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস থামানো হয়। তল্লাশিতে মাইক্রোবাস থেকে আনুমানিক পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যমানের ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ তোফাজ্জল (৪৫), পিতা- আব্দুল বারী, সাং- শোলমারী, থানা- মেহেরপুর সদর, জেলা- মেহেরপুর। মোঃ রিজন (২১), পিতা- মোঃ রেজাউল ইসলাম, সাং- দিঘীরপাড়া, থানা- মেহেরপুর সদর, জেলা- মেহেরপুর।

র‌্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, “মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে। এজন্য গোপন তথ্যভিত্তিক অভিযান জোরদার করা হয়েছে।”

এ ধরনের অভিযানের মাধ্যমে একদিকে যেমন মাদকের চালান জব্দ হচ্ছে, অন্যদিকে মাদক ব্যবসায়ী চক্র ভেঙে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভিযান সমাজ থেকে মাদক নির্মূলের লড়াইকে আরও এগিয়ে নিয়ে যাবে।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test