E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান, সিটি ও আলম ফার্মেসিতে জরিমানা

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৯:০৯:২৫
জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান, সিটি ও আলম ফার্মেসিতে জরিমানা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ওষুধের মূল্য মুছে ফেলা এবং ভারতীয় নকল খুশকিনাশক শ্যাম্পুর বোতল বিক্রির অপরাধে দুই ফার্মেসিতে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুই ফার্মেসির মধ্যে সিটি মেডিকেল হলে ৫ হাজার ও আলম মেডিকেল হলে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের নেতৃত্বে শহরের স্টেশন রোডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাথে ছিলেন জেলা ব্যাটলিয়ন (আনসার) সদস্যরা।

পরিদর্শনকালে ওষুধের মূল্য মুছে ফেলে বিক্রয়ের অভিযোগে মেসার্স আলম মেডিকেল হলকে ৩ হাজার ও ইন্ডিয়ান পণ্যে নকল খুশকিনাশক শ্যাম্পুর বোতল বিক্রি এবং বিভিন্ন মেয়াদোত্তীর্ণ মুখের ক্রিম প্রদর্শনের অপরাধের জন্য সিটি মেডিকেল হলে ৫ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

অভিযানে ভোক্তা অধিকার আইন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়। পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। বাজারের মুল্য পরিস্থিতি যাচাই করা হয় ও সাধারণ ব্যাবসায়ীদেরকে আইন মেনে যৌক্তিক দামে পণ্য বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি নিজেই ক্রেতা হয়ে শ্যাম্পু কেনার জন্য গিয়েছিলাম। শ্যাম্পুটি নকল মনে হয়েছে। এছাড়া ওষুধের মূল্য মুছে ফেলে বিক্রি করা হচ্ছিল। তাই দুই ফার্মেসিতে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test