E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে সরকারি জমি দখল বিল্ডিং ও করে মার্কেট নির্মাণের অভিযোগ

২০২৫ সেপ্টেম্বর ১৬ ০০:৩৬:২৩
ফরিদপুরে সরকারি জমি দখল বিল্ডিং ও করে মার্কেট নির্মাণের অভিযোগ

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মৃগী বাজারে সরকারি জমি দখল করে করার অভিযোগ উঠেছে স্থানীয় হাবিব চৌধুরী ওরফে হবি চৌধুরী নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। তার বিরুদ্ধে এ অভিযোগটি করেছেন স্থানীয় কানাইপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা বিএনপি নেতা মো. আব্দুল্লাহ সরদার বাবু ওরফে বাবু সরদার ও স্থানীয় যুবদল নেতা মো. ওয়াসিম শেখ।

সোমবার ফরিদপুর পৌরসভা থেকে এই বিষয়ে মৃগী বাজারে সরেজমিনে তদন্ত করতে আসেন পৌরসভার সার্ভেয়ার এম. এ. সেলিম নেতৃত্বে একটি সার্ভেয়ার টিম।

ঘটনাস্থল থেকে সার্ভেয়ার সেলিম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ফরিদপুর পৌরসভা থেকে আমি ও আমার টিম তদন্তে এসেছি। আমরা জমি মেপে গেলাম। যিনি এ দোকানপাট বা ইমারত উঠিয়েছেন তিনি ঢাকায় থাকায় তার কাগজপত্র দেখা সম্ভব হয়নি। তাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফরিদপুর পৌরসভার জমা দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর কাগজপত্র নিয়ে ফরিদপুর পৌরসভায় আসলে তখন বোঝা যাবে যে, তিনি কিভাবে এ মার্কেটটি তৈরি করেছেন।' সেলিম আরও বলেন, এ জমি সংক্রান্ত কাগজপত্র দেখে বোঝা যাবে- আসলে জমিটি পৌরসভার, নাকি সড়ক ও জনপথের। এবং এই মার্কেট তোলার অনুমতি তিনি কোথায় পেলেন, পৌরসভা কর্তৃক এটি তোলার ক্ষেত্রে কোনো নকশা বা অন্যান্য কাগজপত্রের অনুমোদন তাঁর আছে কিনা।'

এ বিষয়ে বিএনপি নেতা মো. আব্দুল্লাহ সরদার বাবু 'দৈনিক বাংলা ৭১' জানান, আমি যতোদূর জানি এই জমি সরকারের। জনস্বার্থ রক্ষায় ও সামাজিক দায়বদ্ধতায় আমি ও যুবদল নেতা ওয়াসিম শেখ এই অভিযোগটি করেছি।

এ বিষয়ে স্থানীয় যুবদল নেতা ওয়াসিম শেখ জানান, গত সরকারের আলমে দলীয় প্রভাব খাটিয়ে সরকারি জায়গাটি দখল করে এ মার্কেট ও বিল্ডিং তৈরি করেছেন হাবিব চৌধুরী। এসময় তিনি জনগণের কথায় কর্ণপাত করেননি। এক প্রশ্নের জবাবে ওয়াসিম আরও জানান, ফরিদপুর-মাগুরা মহাসড়ক সংলগ্ন দোকানগুলো পুরোটাই সরকারি জায়গা এবং নির্মাণাধীন ৬ তলার আংশিক সরকারি জায়গার মধ্যে পড়েছে। তবে, এ বিষয়ে অভিযোগপত্র ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি অভিযোগকারী ব্যক্তিদ্বয় ও বিবাদী হাবিব চৌধুরী'র পক্ষ থেকে কোনো ব্যক্তিবর্গ।

অভিযোগকারীরা পৌরসভার প্রশাসক বরাবর ওই অভিযোগটি গত বুধবার (১০ সেপ্টেম্বর)। অভিযোগপত্রে জানানো হয়, স্থানীয়দের বাধা উপেক্ষা করে সরকারি হালট ও রাস্তার জায়গা দখল করে পাকা ইমারত এবং দোকানপাট তৈরি করেছেন হাবিব চৌধুরী।

এ বিষয়ে বিবাদী হাবিব চৌধুরী ওরফে হবি চৌধুরী উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'এই জায়গাটি আমি একটি ব্যাংক থেকে নিলামের মাধ্যমে কিনেছি। অভিযোগপত্রে যে ইমারতের কথা বলা হয়েছে, সেটির ছয় তলা বিল্ডিং করার জন্য পৌরসভার নকশার অনুমোদন সহ যাবতীয় সরকারি অনুমোদনপত্র আমার নেওয়া আছে।' তিনি আরও বলেন, 'আমার কোনো কাগজপত্রে কোনো প্রকার ঝামেলা নাই, সেটি পৌরসভায় কাগজপত্র জমা দিলেই ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া, তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত বলে মো. হাবিব চৌধুরী।

(আরআর/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test