E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গার সীমানা পুনর্বহালের অনুরোধ জানিয়ে ইসিকে ফরিদপুরের ডিসির চিঠি

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৫:৫৮:১৮
ভাঙ্গার সীমানা পুনর্বহালের অনুরোধ জানিয়ে ইসিকে ফরিদপুরের ডিসির চিঠি

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ নিয়ে ইসির প্রজ্ঞাপনে ফরিদপুর-৪ আসনের অন্তর্গত ভাঙ্গা উপজেলার দু'টি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসির প্রজ্ঞাপনটি জারি হওয়ার পরপর ইসির ওই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি ভাঙ্গা উপজেলাবাসী। পরে ভাঙ্গা উপজেলাবাসী 'সর্বদলীয় ঐক্য পরিষদ' এর ব্যানারে দফায় দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে এ অঞ্চলে জন দুর্ভোগ বাড়ে। তাদের শান্তিপূর্ণ লাগাতার অবরোধ কর্মসূচি পালনের এক পর্যায়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ-রেলপথ বন্ধের পর সহিংস ঘটনাও ঘটে। এরপর ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের ডিসি নির্বাচন কমিশন (ইসি) বরাবর এ চিঠিটি পাঠিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে পাওয়া তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা তাঁর চিঠিতে উল্লেখ করেন, সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ফরিদপুর-২ এবং ফরিদপুর-৪ এর সংসদীয় সীমানা পুনঃনির্ধারণ করা হয়। ওই তালিকায় ফরিদপুর- ৪ এর অন্তর্গত ২টি ইউনিয়ন, আলগী ও হামিরদী জাতীয় সংসদীয় আসন ফরিদপুর-২ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তালিকা প্রকাশিত হওয়ার ফলে গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নসহ ভাঙ্গা উপজেলার সাধারণ জনগণ ওই আসনবিন্যাস বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে। ফলশ্রুতিতে ক্রমান্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে।

গতকাল সোমবার পাঠানো এ চিঠিতে আরও বলা হয়, সর্বশেষ আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া বিক্ষোভকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যাহত হবার কারণে সাধারণ জনগণকে তীব্র ভোগান্তির মধ্যে পড়তে হয়। বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে কর্মসূচি অব্যাহত রেখেছে।

এ চিঠিতে ফরিদপুরের ডিসিকে অবগত করে উল্লেখ করেন, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনের ভাঙ্গা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসন পুনঃনির্ধারণের বিষয় দুইটি সংসদীয় আসনের জনগণ মেনে নিতে পারেনি। ওই দুইটি আসনের সর্বস্তরের জনগণ এ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে মর্মে জানা যায়। এর পরিপ্রেক্ষিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির আশঙ্কা রয়েছে।

এ চিঠির শেষাংশে ডিসি বিনয়ের সাথে অনুরোধপূর্বক উল্লেখ করেন- বর্ণিতাবস্থায়, জাতীয় সংসদীয় আসন ২১২ ফরিদপুর- ২ (নগরকান্দা ও সালথা) এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন আলগী ও হামিরদীকে জাতীয় সংসদীয় আসন ২১৪ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) এর মধ্যে পুনরায় অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হলো।

উল্লেখ করা যেতে পারে, গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গা উপজেলার আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা, হাইওয়ে থানা, ইউএনও অফিস, নির্বাচন অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করা হয়েছে। ওই ঘটনার পর থেকেই ভাঙ্গায় মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন 'সর্বদলীয় ঐক্য পরিষদ' এর ব্যানারে স্থানীয় সর্বস্তরের জনতা। তবে সোমবার ভাঙ্গা উপজেলাবাসীর দাবি আদায়ের শান্তিপূর্ণ অবরোধে হঠাৎ সহিংসতার খবরে খোদ আন্দোলনকারীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। বেশ কয়েকটি সূত্র বলছে সোমবারের আন্দোলনে যোগ দিয়েছিলেন ফরিদপুর- ২ আসনের বেশকিছু জনগণও। তাঁরাও চান না ভাঙ্গা'র ওই দু'টি ইউনিয়ন তাঁদের সাথে সম্পৃক্ত হোক।

(আরআর/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test