E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প 

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৮:৩৯:৪৩
ফরিদপুরে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প 

দিলীপ চন্দ, ফরিদপুর : সাধারণ মানুষের চোখের যত্ন ও দৃষ্টি সমস্যার সমাধানে ফরিদপুরে ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প। আজ মঙ্গলবার সদর উপজেলার খলিলপুর ব্র্যাক অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী ক্যাম্পে প্রায় ৫০০ মানুষ চোখের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান। বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে চক্ষুজনিত রোগ নির্ণয়, চশমা ব্যবহারের পরামর্শসহ নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করেন। এ সময় প্রায় ৩০০ রোগীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

এলাকা ব্যবস্থাপক মো: বাহারুল ইসলাম বলেন, “গ্রামীণ মানুষের মধ্যে চক্ষু সমস্যার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই আমরা তাদের জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করতে কাজ করছি।”

ব্র্যাক জেলা সমন্বয়কারী মো: আসাদুল্লাহ বলেন, “চোখ হলো মানবদেহের অমূল্য সম্পদ। সাধারণ মানুষ যেন অবহেলায় দৃষ্টি হারিয়ে না ফেলে, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

ক্যাম্প আয়োজকরা জানান, গ্রামীণ মানুষের মধ্যে চক্ষু রোগের প্রকোপ বাড়ায় তাদের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: আসাদুল্লাহ, ব্র্যাক জেলা সমন্বয়কারী ফরিদপুর; মো: জামির আলী, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) ফরিদপুর; মো: বাহারুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক; মো: রফিকুল ইসলাম, রিজনাল কো-অর্ডিনেটর এবং মো: কামরুজ্জামান, শাখা ব্যবস্থাপক খলিলপুর।

আয়োজনটি বাস্তবায়ন করে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, ফরিদপুর আঞ্চলিক অফিস। স্থানীয় জনসাধারণ এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও স্বাস্থ্যসেবামূলক ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test