E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দূর্গা পূজা উপলক্ষে লোহাগড়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৬:৩৩:৪১
দূর্গা পূজা উপলক্ষে লোহাগড়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রূপক মুখার্জি, নড়াইল : আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে লোহাগড়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র'র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: নুরুল আফসার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মিলন ঘোষ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা প্রকৌশলী
কাজী আবু সাঈদ মো: জসিম, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক খোকন কুন্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক পরীক্ষিত শিকদার, পৌর পূজা উদযাপন পর্ষদের সভাপতি কিশোর রায়, সাধারণ সম্পাদক সুদর্শন কুন্ডু ছোটন, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গৌতম সাহা প্রমূখ।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডবে সরকারি অনুদানের ডিও বিতরণ করেন।

উল্লেখ্য, এ বছর লোহাগড়া পৌরসভায় ৪৪টি পূজা মন্ডবসহ উপজেলার ১২টি ইউনিয়নে ১৪৪টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

(আরএম/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test