E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এনসিপির সমাবেশে বাধা দিতে সড়ক অবরোধ

কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়রের ছেলে ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেফতার

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৯:১৮:১৬
কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়রের ছেলে ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেফতার

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র এইচএম অহেদুল ইসলামের ছেলে ছাত্রলীগের সক্রিয় কর্মী জান্নাতুল ফেরদৌস তৌকিরকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কোটালীপাড়া পৌরসভার বালিয়াভাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জান্নাতুল ফেরদৌস তৌকিরকে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারগারে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ছাত্রলীগ কর্মী জান্নাতুল ফেরদৌস তৌকিরকে গ্রেফতারের কথা শ্বীকার করে বলেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় বাধা দিতে কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে ব্যারিকেট সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১ শ’ ৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫ শ’ জনকে অজ্ঞাত আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার ভিডিও ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়ে জান্নাতুল ফেরদৌস তৌকিরকে আটক করা হয়। তাকে এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়। এ পর্যন্ত এই মামলায় আমরা ৬৭ জন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test