E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে সেনা অভিযানে ভারতীয় ঔষধসহ ৩ জন আটক

২০২৫ সেপ্টেম্বর ১৯ ০০:১৫:১৬
শ্যামনগরে সেনা অভিযানে ভারতীয় ঔষধসহ ৩ জন আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর চোরাইপথে ভারত থেকে আনা বিপুল পরিমান ঔষধ ও পাতার বিড়ি আটক করেছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিগঞ্জের পাউখালী ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন নাহিদ ৩৭ বীর এর নেতৃত্বে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজার সংলগ্ন মরাগাঙ গ্রাম থেকে উক্ত অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা ভারতীয় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ঔষধ ও পাতার বিড়ি জব্দ করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাঙ গ্রামের আনোয়ার মোড়লের ছেলে মোজাম্মেল হক মোড়ল (৫০), একই এলাকার আশরাফ শেখ (লাটা)’র স্ত্রী আকলিমা বেগম (৩৫) ও কালিগঞ্জ উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুজয়মারি গ্রামের মৃত রজব আলী তরফদারের ছেলে কোহিনূর তরফদার (৪৫)।

এছাড়াও বিকাল ৫টার দিকে একটি বিশেষ গোয়েন্দা শাখার ভিত্তিতে আবারও একই এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন ঔষধ জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুতসহ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

স্থানীয়রা জানান, অভিযানের খবর ছড়িয়ে পড়তেই চোরাচালান চক্রের অপরাপর সদস্যরা কৌশলে পালিয়ে যায়। তারা আরও বলেন, সুন্দরবনের ভিতর দিয়ে আনার পর রাতের বেলা অবৈধ ভারতীয় মালামাল তারা নিজ বাড়িতে রাখে। পরবর্তীতে সুযোগমত রাতের বেলা মাইক্রো ও মাহেন্দ্রযোগে সাতক্ষীরা দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।#

(আরকে/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test