E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র‍্যালি 

২০২৫ সেপ্টেম্বর ২০ ০০:১২:০৫
জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র‍্যালি 

মিলন কর্মকার রাজু, কলাপাড়া : জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাসে পরিবেশ সুরক্ষা এবং গণতন্ত্রের পূর্ণাঙ্গ চর্চার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ১১টায় ধরিত্রী রক্ষায় আমরা এবং আমরা কলাপাড়াবাসীর আয়োজনে কলাপাড়ার আন্ধারমানিক নদী তীরে মানববন্ধন শেষে এ সাইকেল র‍্যালি বের হয়।

র‍্যালিটি কলাপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, সামাজিক - সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান নিশ্চিতকরণ, সবার জন্য সমান ন্যায়বিচার এবং গণতন্ত্রের পূর্ণাঙ্গ চর্চার দাবি জানান।

এরআগে মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন, ওয়াটারকিপার্টস বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম বর্তমান সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।

বক্তারা বলেন, একটি পরিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে হলে জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া জরুরি। তারা আরও উল্লেখ করেন, গণতন্ত্রকে কাগজে-কলমে নয়, বাস্তব জীবনে কার্যকর করতে হবে।

আয়োজকরা জানান, এই সাইকেল র‍্যালি কেবল প্রতীকী নয়, বরং মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের অংশ। পরিবেশ সুরক্ষায় তাদের এ আন্দোলন চলমান থাকবে।

(এমকেআর/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test