E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় আসন বিন্যাসের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত 

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৫:২৬:৩১
ভাঙ্গায় আসন বিন্যাসের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত 

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর-৪ আসনের ভাংঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে সোমবার দুপুরে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আলগী ও হামিরদী ইউনিয়নের সাধারণ মানুষ সহ ভাংগা উপজেলার সর্বস্তরের জনগণ।

উপজেলার সুয়াদী বাসস্ট্যান্ডে এ মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, আসন বিন্যাসে এই দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত স্থানীয় জনগণের মতামতবহির্ভূত ও অযৌক্তিক।

মানববন্ধনে বক্তারা বলেন, আলগী ও হামিরদী ইউনিয়ন ভাংগার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। এ দুটি ইউনিয়নকে আলাদা করে দিলে জনগণ প্রশাসনিক ও রাজনৈতিকভাবে ভোগান্তিতে পড়বে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে এলাকাবাসী সতর্ক করে বলেন, তাদের দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

(পিবি/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test