E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মিথ্যা অস্ত্র মামলার দায় থেকে স্বামীর মুক্তির দাবি বৃদ্ধা স্ত্রীর

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৮:৩২:২৭
মিথ্যা অস্ত্র মামলার দায় থেকে স্বামীর মুক্তির দাবি বৃদ্ধা স্ত্রীর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটার নোড়ারচক এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু  আব্দুল আজিজ ও তার সহযোগীদের পরিকল্পনায় দায়েরকৃত মিথ্যা অস্ত্র মামলা থেকে অব্যহতি পেতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সাতক্ষীরার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেবহাটা নোড়ারচক গ্রামের মোঃ আব্দুল করিম পাড়ের স্ত্রী মোছাঃ জরিনা খাতুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী একজন বয়োবৃদ্ধ ও অসুস্থ মানুষ। তিনি প্রতিদিনের ন্যায় গত ১২ সেপ্টেম্বর বাড়ির পাশে নিজেদের ঘেরে ছিলেন। বিকাল ৪টার দিকে নোড়ারচক গ্রামের মৃত জাবেদ আলী পাড়ের ছেলে রাজ্জাক, মৃত সোবহান মৌলভীর ছেলে রিয়াজ ও একই এলাকার আবদার তাদের বাড়িতে ঢুকে তার স্বামীকে খোঁজ করে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে গোপনে তারা বাড়ির বাইরের টয়লেটে কিছু একটার রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। বিকেল সাড়ে চারটার দিকে স্বামী করিম পাড় নামাজ পড়ার জন্য ঘেরের বাসা হতে বের হয়ে মসজিদের দিকে যেতে থাকলে পথিমধ্যে রিয়াজ তাকে ডাক দেয়। কিন্তু তার কথা না শুনে তিনি মসজিদের দিকে যেতে থাকেন। এসময় সখীপুরের আব্দুল আজিজের সঙ্গে প্রায় ১০/১২ জন পুলিশ এসে তার স্বামীর হাত ধরে বাড়িতে অস্ত্র আছে চলো দেখবো বলে টেনে হিচড়ে বাড়িতে নিয়ে আসে। তখন তারা পুলিশ নিয়ে তাদেরই রাখা একটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি বাথরুম থেকে বের করে আনে। এভাবে সিনেমা স্টাইলে নাটক সাজিয়ে বৃৃৃদ্ধ (৬৫) ও অসুস্থ্ স্বামীকে মিথ্যা অস দিয়ে জেলে পাঠিয়েছে। তিনি এ মিথ্যা এবং সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জরিনা খাতুন আরো বলেন, আজিজ নোড়ারচক এলাকায় ঘের দখল করার জন্য এহেন সাজানো নাটক সাজিয়ে তার নিরীহ স্বামীকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসিয়েছে। অথচ তার মত একজন বুদ্ধ মানুষের পক্ষে একাজ করা কখনো সম্ভব নয়। এটা সম্পূর্ন সাজানো নাটক। উল্লেখিত ব্যক্তিদের সাথে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তারা এহেন হীন কাজ করেছে।

তিনি অভিযোগ করে বলেন, আজিজ একজন ভূমিদদস্যু, দখলবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। এছাড়া রিয়াজ, রাজ্জাক ও আবদার এলাকায় সর্বদা মারামারি, চাঁদাবাজী, অন্যের ঘের দখল, লুটতরাজ, বোমাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। তিনিও যেন এব্যাপারে মুখ না খোলেন এবং কোন পদক্ষেপ না নেন সেজন্য তারা সর্বদা হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে।

তিনি তার নিরাপরাধ স্বামী আব্দুল করিম পাড়েরকে মিথ্যা অস্ত্র মামলার দায় থেকে অব্যহতি দিতে এবং স্বামীকে ফাঁসানো চক্রান্তের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ উদ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test