E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শৈলকুপায় মূর্তি ভাঙচুর, সিসিটিভি ফুটেজে দেখে এলাকার পাগল আটক

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৭:২৭:১৪
শৈলকুপায় মূর্তি ভাঙচুর, সিসিটিভি ফুটেজে দেখে এলাকার পাগল আটক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে। মন্দিরের সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী মনজের আলী (৫১), যাকে মঞ্জের পাগল নামে সবাই চেনে সে মন্দিরে প্রবেশ করে । এরপর ৬টি মূর্তির মাথা ভেঙে সরিয়ে দেয় সে।

কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, মনজের আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদাছেনার কাজে অংশ নিতে দেখা গেছে। তবে এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ নাকি অন্যকিছু তা প্রশাসন তদন্ত করে দেখবে। অনেকেই মনে করছেন, কেউ হয়তো তাকে উসকানি দিয়ে এ কাজ করিয়েছে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেছেন। তারা জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একজন মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, আজ মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত আমাদের লোকজন মন্দিরে পাহাড়ায় ছিল। এরপর মনজের বিশ্বাস এই কাজটি করেছেন। তিনি অসুর, কার্তিক, স্বরসতিসহ ৬টি বিগ্রহের মাথা ভেঙেছেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, প্রাথমিকবাবে সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। অবশ্যই তার বিরুেদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনা শোনার পর খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(এসআই/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test