E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বুধবার বরিশাল আসবেন প্রধান বিচারপতিসহ চার বিচারপতি 

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৮:৩১:০৭
বুধবার বরিশাল আসবেন প্রধান বিচারপতিসহ চার বিচারপতি 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সহ চারজন বিচারপতি বুধবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল সফরে আসছেন। অন্যান্যরা হলেন-সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপিতি মো. জিয়াউল হক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. তারিকুল ইসলাম জানান, প্রধান বিচারপতি ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বরিশালে এসে পৌঁছাবেন। এরপর বরিশালের বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন। ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় বিচারপতিদ্বয় বরিশাল আদালত ভবন পরিদর্শন করবেন। দুপুর ১২ টায় ইউএনডিপির আয়োজনে বিচারিক স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদ্বয় বক্তব্য রাখবেন। ওইদিন বিকেল চারটায় প্রধান বিচারপতি মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানার ভাষানচর হাজীকান্দা গ্রামের হাওলাদার বাড়িতে যাবেন। এরপর রাতেই বরিশাল পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর বিকেলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

নাজির মো. তারিকুল ইসলাম আরও জানিয়েছেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপিতি মো. জিয়াউল হক আগামী ২ অক্টোবর তার নিজ বাড়ি গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠীতে যাবেন। সেখানে তিনি কয়েকদিন অবস্থান করবেন। এরপর সেখান থেকে ৫ অক্টোবর বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল হাসান বলেন, বিচারপতিদ্বয়ের বরিশাল সফর উপলক্ষে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test