E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ 

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৮:১৮:১৯
কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ 

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণীতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। 

আজ বুধবার সকালে প্রতিষ্ঠান চত্বরে এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর অধিনায়ক এবং প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান কমডোর আমানত উল্লাহ।

এসময় তিনি বলেন, কলেজ পর্যায়টা এমন একটা সেশন, তোমাদের জীবনটা পরিবর্তন করে দিতে পারে। তোমরা আলোকিত মানুষ হয়ে এদেশটাকে গড়বে।

এতে সভাপতির বক্তব্য রাখেন নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ।এসময় বিএন স্কুল এন্ড কলেজ এর গর্ভনিং বডির সদস্য এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং সহ ঘাঁটির পদস্থ কর্মকর্তা এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

এর আগে সঙ্গীত পরিচালক বেতার ও টিভি শিল্পী ঝুলন দত্ত এবং কলেজ এর প্রভাষক তামান্না ইসলাম এর পরিচালনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ছাতা নৃত্য, বোতল নৃত্য, ফিউশন নৃত্য, জারি গান এবং ব্যান্ড সঙ্গীতের সুরের অপূর্ব দ্যুতনায় মুখরিত হয়ে ওঠে নৌবাহিনীর ক্যাম্পাস।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test