E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৯:০০:৫৬
জামালপুরে ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া

রাজন্য রুহানি, জামালপুর : আগুনের ভয়াবহ ধংসের হাত থেকে রক্ষার কৌশল ও বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা অর্জনসহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় নিজেকে সক্ষম করে গড়ে তুলতে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে অগ্নি নির্বাপন মহড়া ও প্রশিক্ষণ।

আজ বুধবার সকালে পৌরসভার রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ে এ মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় অনুষ্ঠিত মহড়াটি পরিচালনা করেন জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।

মহড়া অনুষ্ঠানের আগে আগুন নিভানোর কৌশলসহ অন্যান্য দুর্যোগের হাত থেকে রক্ষায় শ্রেণি ক্যাপ্টেনসহ ৬০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হয়। এরপর আগুন নেভানোর আধুনিক কৌশল সম্পর্কে তাদের ধারণা দেয়া হয়।

বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষকরা এ মহড়া অনুষ্ঠান উপভোগ করেন।

উল্লেখ, অগ্নিকাণ্ডসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় জামালপুর এরিয়া প্রোগ্রাম এপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ মহড়া আয়োজন করা হয়।

উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের মাধ্যমে জামালপুরে শিশু সুরক্ষা ও স্পন্সরশিপ, জীবীকায়ন এবং স্বাস্থ্য, পুষ্টি, ওয়াসসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে কার্যক্রম পরিচালনা করছে বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test