E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা’

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৯:০৯:২৩
‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা’

শাহ্ আলম শাহী, দিনাজপুর : র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, 'সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টার পাঁয়তারা চলছে। এ নিয়ে র‍্যাবের আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের পক্ষ থেকে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপ, শোভাযাত্রা ও দর্শনার্থীদের চলাচলের স্থানসমূহে মোতায়েন থাকবে সশস্ত্র টহল দল, বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা।'

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে র‍্যাব কর্তৃক গৃহীত বিশেষ নিরাপত্তা ব্যবস্থাসমূহের বিষয়ে অবহিত করতে আজ বুধবার দুপুরে দিনাজপুরে এক প্রেস ব্রিফিংয়ের এসব কথা বলেন তিনি।

দিনাজপুর রাজবাড়ীস্থ রাজ দেবোত্তর এস্টেট দুর্গাপূজা মণ্ডপে এ প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের মহাপরিচালক কে এম শহিদুর রহমান বলেন, 'অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশে কিছু কাপুরুষ ও অসুস্থ মানসিকতার লোক আছে, যারা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। তবে আমরা সবাই মিলে সতর্ক থাকলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব। পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং পাহারার ব্যবস্থা রাখতে হবে। সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি নিরাপত্তা দিচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

র‍্যাবের মহাপরিচালক আরো বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া পূজা নিয়ে কিছু জানতে পারলে, সাধারণ জনগণকে অনুরোধ করছি, আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে সেটি ভেরিফাই করব। যদি ঘটনা সত্য হয়, তাহলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যদি কেউ গুজবের উদ্দেশ্যে ছড়ান, তাহলে তাঁর (গুজবকারী) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সবাই মিলে সতর্ক থাকলে পূজায় কোনো বিশৃঙ্খলা হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম প্রদীপ, দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসাইন মারুফ, রাজ দেবোত্তর এস্টেট এজেন্ট রঞ্জিত সিংহ সহ র‍্যাবের অন্যান্য কর্মকর্তা, পূজা উদ্যাপন পরিষদের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যাবের মহাপরিচালক বলেন, 'হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশের বিভিন্ন স্থানে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ থাকে, সেজন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। উৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে এসব অপচেষ্টা ঠেকাতে র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং প্রতিটি অনলাইন প্ল্যাটফর্ম নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে। এজন্য র‍্যাবের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং নাগরিকদের যেকোনো তথ্য ও সহযোগিতার জন্য যোগাযোগ করার জন্য হটলাইন নম্বর খোলা রয়েছে।'

(এসএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test