E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ শহরের ৬০০ মিটার সড়কে পানি জমে দুর্ভোগ

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৯:৪৪:৪০
গোপালগঞ্জ শহরের ৬০০ মিটার সড়কে পানি জমে দুর্ভোগ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের গোহাটা বটতলা থেকে পাওয়ার হাউজ মসজিদ পর্যন্ত ৬ শ’ মিটার সড়কে বৃষ্টির পানি জমে পৌরবাসীসহ স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়কটি অপেক্ষাকৃত নিচু ও ড্রেন নেই। এ কারণে সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। এ সড়ক দিয়ে শহরের বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫শ’ কোমলমতি শিক্ষার্থী যাতায়াত করে। পানি জমে থাকা পানির মধ্যে চলাচল করেত শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, বই ও ড্রেস ভিজে যাচ্ছে। বয়স্ক ও শিশুরা চলাচল করতে গিয়ে হোচট খেয়ে পানির মধ্যে পড়ে যাচ্ছেন। এছাড়া রিক্সা ও ছোটখাট যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী দ্রæত সড়ক উচু করে ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন।

বীণাপাণি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বর্ষন দত্ত বলে, বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। অনেক সময় স্কুল ব্যাগ ভিজে যায় ও জুতা মোজা খুলে রাস্তা পার হতে হয়।

অভিভাবক খাদিজা বেগম বলেন, রাস্তাটি নিচু ও ড্রেন নেই। তাই বৃষ্টি হলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যাতায়াত করতে দুর্ভোগের শেষ নেই। রাস্তাটি উচু করে ড্রেন নির্মাণ করতে হবে। তাহলে এখানে জলাবদ্ধতার নিরসন হবে। আমরা চলাচলের দুর্ভোগ থেকে মুক্তি পাব।

রিকশা চালক রমিজ হোসেন বলেন, জলাবদ্ধতার মধ্যে রিক্সা চালাতে গিয়ে আমার রিক্সা ২ বার উল্টে দুর্ঘটনা ঘটেছে। এতে আমার রিক্সার ব্যাপক ক্ষতি হয়েছে।

গোহাটা বটতলা এলাকার প্রবীণ বাসিন্দা সরাফত হোসেন বলেন, জলাবদ্ধ সড়কে চলতে গিয়ে বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়েছি। এতে কোমড়ে ব্যাথা পেয়েছি। পনি শুকিয়ে যাওয়ার পর রাস্তা শ্যাতসেতে হয়ে থাকে। ওই সড়কে তখন চলাচল করা আরো বিপদজনক।

গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ২৩ সেপ্টেম্বর বিষয়টি আমাদের নজরে এসেছে। ওইখানে জায়গা নেই। তাই ড্রেন ও সড়ক নির্মাণ করা যাচ্ছেনা। স্থানীয়রা জায়গা দিলে দ্রুত সময়ের মধ্যে রাস্তা ও ড্রেন নির্মাণ করে সমস্যার সমাধান করা হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test