E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নির্বাচিত হলে কাপাসিয়ার সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে কাজ করবো’

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৮:০৪:৫৩
‘নির্বাচিত হলে কাপাসিয়ার সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে কাজ করবো’

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন পেলে কাপাসিয়ার সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে যথাসাধ্য কাজ করবো। বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। এই সনমানিয়ার আড়াল বাজারে নির্বাচনি প্রচারণায় আমার উপর হামলা করেছে। আমাদের দলীয় নেতা কর্মীদের উপর দীর্ঘ ১৭ বছর হামলা, মামলা ও নির্যাতন চালিয়েছে। ফ্যাসিস্টদের সময়োপযোগী জবাব দেয়া হবে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি দীর্ঘ নেতৃত্ব দিয়েছে।

গতকাল বুধবার বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের চর সনমানিয়াস্থ
'সুরুজ আলী পন্ডিত উচ্চ বিদ্যালয়' মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক’' আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ‍তিনি এসব কথা বলেন।

উঠান বৈঠকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তাজউদ্দীন সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক বাদল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলম রিটন, অ্যাডভোকেট মীর সেলিম, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন, সাধারণ সম্পাদক ওমর ফারুক।

এসময় ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান আরো বলেন, সাধারণ মানুষের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করে বলেন, কাপাসিয়ার উন্নয়নে আমার পিতা, মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ আজীবন চেষ্টা করে গেছেন। তাঁর অসমাপ্ত উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে হবে। বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসালে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এলাকায় আধুনিক মানের কলকারখানা সহ বড় ব্যবসা কেন্দ্র গড়ে উঠবে। ফলে সাধারণ মানুষ সচ্ছলতার মূখ দেখবে আর সাচ্ছন্দ্যে বসবাস করবে।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test