E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৫ মাসে গৌরনদীর দুই ইউএনও’র বদলী

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৯:০৬:৩৬
৫ মাসে গৌরনদীর দুই ইউএনও’র বদলী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নিজ কর্মগুনে উপজেলাবাসীর কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেছিলেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান। গত ১৭ এপ্রিল আকস্মিক তাকে এ উপজেলা থেকে অন্যত্র বদলী করা হয়। তার বদলী ঠেকাতে উপজেলা চত্বরে সমাবেশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। যদিও প্রত্যাহার হয়নি বদলীর আদেশ। 

পরবর্তীতে এ উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেন বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা রিফাত আরা মৌরি। যোগদানের পর থেকেই আইন শৃংখলার উন্নতির পাশাপাশি উপজেলা ও পৌর এলাকার সার্বিক উন্নয়নে কাজ শুরু করেন। জনকল্যানমুখী কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে জনমানুষের মনে স্থান করে নেন তিনি। তবে যোগদানের ৫ মাস যেতে না যেতেই গত ২২ সেপ্টেম্বর তাকেও (রিফাত আরা মৌরি) ঝালকাঠীর রাজাপুরে বদলী করা হয়েছে। বুধবার তার শেষ কর্ম দিবসে উপজেলা অফিসার্স ক্লাব থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

অপরদিকে ইউএনও রিফাত আরা’র বদলীর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পরপরই স্থানীয়দের মধ্যে চরম অসন্তোস দেখা দিয়েছে। ৫ মাসের ব্যবধানে দুইজন জনপ্রিয় ইউএনও বদলী’র ঘটনাকে অস্বাভাবিক হিসেবে বর্ননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই। “ভাল মানুষ গৌরনদীতে এসে বেশিদিন থাকতে পারেনা” বলে অনেকই মন্তব্য করেছেন। তবে ওই দুই ইউএনও’র বদলী প্রক্রিয়া স্বাভাবিক ভাবে হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রশাসন।

এ বিষয়ে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা বলেন, দক্ষ কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানের বদলীর পর আমরা তার মতই একজন দক্ষ নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পেয়েছিলাম। যিনি স্বল্প সময়ের ব্যবধানে সকলের মন জয় করে নিয়েছিলেন। কিন্তু সেই ইউএনও রিফাত আরা মৌরিকেও আকস্মিক বদলী করা হলো। তার এ বদলীতে আমরা হতবাক।

বরিশঅল জেলা বিএনপি নেতা জহুরুল ইসলাম জহির বলেন, সরকারী কর্মকর্তা কর্মচারীদের বদলী এটা রুটিন অনুযায়ী হচ্ছে। পূর্বের দুই ইউএনও জনগনের স্বার্থে কাজ করে গেছেন। বর্তমানে যিনি আসবেন তিনিও জনগনের স্বার্থে কাজ করবেন বলে আমরা মনে করি।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব বলেন, তারা দুইজনই ভাল অফিসার ছিলো। বদলী দুইটিও স্বাভাবিক ভাবে হয়েছে। এখানে অন্য কোন কারন নেই। গৌরনদীতে যে অফিসার যোগদান করবেন তিনিও খুব ভাল অফিসার।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test