E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে ফেসবুক গ্রুপ-পেইজ এডমিনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৮:৩০:৩৩
জামালপুরে ফেসবুক গ্রুপ-পেইজ এডমিনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রাজন্য রুহানি, জামালপুর : দুর্গাপূজার নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও গুজব রোধে জামালপুরে ফেসবুক গ্রুপ ও পেইজের এডমিনদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

আজ শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ইতিবাচক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন এডমিনরা। এছাড়াও সভায় ইতিবাচক পরামর্শ ও দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোরশেদা খাতুন, জেলা ডিবি পুলিশের ওসি নাজমুস সাকিব প্রমুখ।

পুলিশ সুপার বলেন, ফেসবুক গ্রুপ ও পেইজের এডমিন বা মালিকরা অনেক মানুষের সাথে সংযুক্ত থাকেন। গ্রুপে কিছু পোস্ট করলে ওই গ্রুপ বা পেইজের অনুসারীদের কাছে সেই টপিক মুহূর্তেই পৌঁছে যায়। তাই আমরা যেন কোনো গুজবের ঘটনা গ্রুপ বা পেইজে পোস্ট না করি এবং এ সংক্রান্ত কারো পোস্ট এপ্রোভ না করি। জামালপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুজব ও নেতিবাচক পোস্ট থেকে সবাই যদি বিরত থাকি তবে পরিবেশ স্বাভাবিক ও সুন্দর থাকবে।

পুলিশ সুপার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নাশকতা কর্মকাণ্ড ও গুজব রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিষয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন পোস্ট বা বিষয় থেকে এডমিনদের বিরত থাকার অনুরোধ করেন। এছাড়া মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করা, জনকল্যাণমুখী ঘটনা, শিক্ষণীয় বিষয়সহ ইতিবাচক কর্মকাণ্ড পোস্ট দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ষোলোআনা জামালপুরিয়ানের এডমিন মো. সানোয়ারুল ইসলাম, জামালপুর জার্নালের এডমিন কবি ও সাংবাদিক রাজন্য রুহানি, প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশনের এডমিন মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ, জামালপুর উদ্যোক্তা ফোরামের এডমিন দোলন সোম প্রমুখ।

সভায় জামালপুর থেকে পরিচালিত ফেসবুক গ্রুপ ও পেইজের এডমিন ও মডারেটররা উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test