E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী এ্যাড. মোখতার আহমেদ

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৮:৪৫:৪৬
কাপ্তাইয়ে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী এ্যাড. মোখতার আহমেদ

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৯৯ নং আসনে এমপি  প্রার্থী এ্যাড. মোখতার আহমেদ কাপ্তাইয়ে দুর্গা পূজা উপলক্ষে লগগেইট শ্রী শ্রী জয় কালী মন্দিরে পরিদর্শন করেন। 

আজ শনিবার তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে দেখা করে তাদের পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল বিভাজন প্রতিহত করে সম্প্রীতির বার্তা প্রদান করেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং সাদরে অভিবাদন জানান। পরে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৯৯ নং আসনে এমপি প্রার্থী এ্যাড. মোখতার আহমেদ বলেন, আমরা সবাই একসাথে এই দেশকে ভালোবাসি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকবো। কেউ যদি এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

তার এই সফর এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। জনগণের প্রতি তিনি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, জনগণও ঐক্যবদ্ধ হয়ে ইনসাফ, শান্তি ও সমৃদ্ধির সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি পাশাপাশি থাকি; এটা বিশ্বের কোথায়ও নেই। হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে দেশে দাঙ্গা হাঙ্গা তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পরে লেগেছে সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। কোন অপশক্তি যেন আমাদের শান্তি বিনিষ্ট করতে না পারে।

এ সময় জামায়াত নেতারা দেশের পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বাড়িঘর, মন্দির গির্জাসহ বিভিন্ন উপাসনালয় নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন, এই দেশ আপনাদের আমাদের সবার। দেশকে ভালো রাখার দায়িত্বও আমাদের। জামায়াত বিশ্বাস করে, ধর্মীয় সব ভেদাভেদ ভুলে বাংলাদেশে সব ধর্মের অনুসারীর সহযোগিতায় একটি আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে হিন্দু সমাজের ভূমিকা অপরিসীম।

এসময়ে আরও উপষ্ঠিত ছিলেন, জেলা মজলিস শুরা সদস্য মোহাম্মদ নুরুল করিম, কাপ্তাই উপজেলা আমীর হারুনুর রশীদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, পুরোহিত পিন্টু চক্রবর্তী, লগগেইট শ্রী শ্রী জয় কালী মন্দির সিনিয়র সহ সভাপতি সাধন দাশ, অর্থ সম্পাদক প্রদীপ কান্তি দে, শহিদ শামসুদ্দিন বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, সহকারী শিক্ষক মো: ইব্রাহিম, সালেহ নূর, এসময় সমাজ প্রতিনিধি, স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষও অংশ নেন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test